আওয়ার ইসলাম: রাজধানীর বেশ কিছু এলাকায় আজ রোববার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক অসুবিধা হবে বলে জানিয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস।
তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুলসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েক ঘণ্টা গ্যাস থাকবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণ কাজের কারণে আশপাশের উল্লিখিত এলাকাসমূহে রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
-এএ