রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

বগুড়ায় বালু উত্তোলনে বাধায় ইউএনওর গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে বালু উত্তোলনে বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে বগুড়ার শেরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের অন্তত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউএনও মুহা. লিয়াকত আলী সেখ জানান, উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান গিয়ে কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম সরানো হচ্ছিল। এ সময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় গাড়িতে হামলা করে ভাঙচুর চালায় এবং তার সঙ্গে ভূমি অফিসের দুই সহকারীকে মারধর করে আহত করে।

তিনি আরও জানান, এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।

হামলায় আহতরা হলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশপ্রহরী মুঞ্জুরুল হক। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক এসএম আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ইউএনওসহ অন্যদের উদ্ধার করেন।

তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করা হয়। অন্যদেরও আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ