আওয়ার ইসলাম:বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মজলিসে আমেলা সম্পন্ন হয়েছে। এতে যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সভাপতি (ভারপ্রাপ্ত), মাওলানা নূর হুসাইন কাসেমী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) ও মাওলানা মাহফুজুল হককে মহাসচিব (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচন করা হয়।
আজ ৩ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধা পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর মজলিসে আমেলার এক জরুরী বৈঠক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কুদ্দুস।
১ম অধিবেশনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ-এর সাবেক সভাপতি শায়খুল ইসলাম শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালের প্রেক্ষিতে এই পদটি শূন্য হওয়ায় মাওলানা মাহমুদুল হাসান সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে মনোনিত হন।
অতপর তার সভাপতিত্বে ২য় অধিবেশনে সিনিয়র সহসভাপতি (ভারপ্রাপ্ত) ও মহাসচিব পদ থেকে মাওলানা আব্দুল কুদ্দুস পদত্যাগ করায় মাওলানা নূর হুসাইন কাসেমী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) এবং মাওলানা মাহফুজুল হক মহাসচিব (ভারপ্রাপ্ত) পদে মনোনিত হন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধরী প্রমুখ।
এমডব্লিউ/