আওয়ার ইসলাম: সরকারের জবাবদিহিতার অভাবেই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন ঘটনা ঘটছে। দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে যাতে বিশ্বের সামনে মাথা হেট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন বিভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারেনা। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জাতীয় পার্টির শাসনামলে নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছেন। নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করে এসিড সন্ত্রাস বন্ধ করেছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে বলেন, জাতীয় পার্টির কারণে সংসদে জবাবদিহিতা নিশ্চিত হয়নি এমন অভিযোগ সঠিক নয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নব নিযুক্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন- চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম মোস্তফা, জহিরুল আলম রুবেল, যুগ্ম-মহাসচিব মোঃ বেলাল হোসেন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ হুমায়ুন খান, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।
-এটি