আওয়ার ইসলাম: দেশব্যাপী হত্যা, ধর্ষণ, নারী সহিংসতার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর তিনটায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ কামালুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আবরারুল হক নোমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ কামালুদ্দিন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মতিঝিল জোনের সভাপতি জনাব মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুশাররফ হুসাইন লাবিব, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শরিফুল ইসলামসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
-এএ