শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


বাংলাদেশের বন্যার্তের পাশে হংকং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ৬৩ হাজার ৭৫০ বন্যার্তের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এইচকেএসআর সরকার বন্যার্তদের সহায়তার জন্য বাংলাদেশকে ৬.৮৩ মিলিয়ন হংকং ডলার (এইচকেডি) তথা ৮৮১,০০০ মার্কিন ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছে।

তহবিলটি খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং অস্থায়ী আশ্রয়ের মাধ্যমে ৬৩ হাজার ৭৫০ জন বন্যার্তদের সহায়তা প্রদান করবে। বিপদ মোকাবিলায় চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

চলতি বছর দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বছর দেশে ১৯৮৮ সালের মতো দীর্ঘস্থায়ী বন্যা হয়। জুন-জুলাই মাসে ভয়াবহ আকার ধারণ করে বন্যা পরিস্থিতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ