আওয়ার ইসলাম: রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে আহমেদ টাওয়ারে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার মুহা. আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টায় ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
-এএ