মোস্তফা ওয়াদুদ: চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা। বিক্ষোভের মুখে এশার নামাজের পর বৈঠকে বসতে যাচ্ছেন মাদরাসায় উপস্থিত হওয়া শুরা সদস্যগণ। হাটহাজারীতে অবস্থান করা আমাদের প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করেছে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ।
জানা গেছে, ছাত্রদের আন্দোলনের মুখে জরুরি শুরা সদস্যদের বৈঠক বসতে যাচ্ছে হাটহাজারী মাদরাসা মাঠে। ইতিমধ্যে মাদরাসায় এসে উপস্থিত হয়েছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী ও নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী। আরও কিছু শুরা সদস্য রাস্তায় আছেন বলে জানা গেছে।
আরও জানা গেছে, মাদরাসা এলাকার আশপাশের লাইট বন্ধ করে দেয়া হয়েছে। গেটের বাইরে অবস্থান করছে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি কোন দিকে মোড় তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন সারাদেশের কওমি ও তাওহিদী জনতা।
এর আগে আনুমানিক বাদ আসরের সময় মাওলানা আহমদ দীদার সাহেবের রুম থেকে মাওলানা মাঈনুদ্দিন রুহিকে বের করে ছাত্ররা গণধোলাই দিয়েছে।
বিক্ষোভ চলাকালীন বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো,
এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।
দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।
তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।
চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।
পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।
এমডব্লিউ/