শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জ ট্রজেডি: তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গঠিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারেনি। নতুন করে চার কর্মদিবস সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

তিতাসের গঠিত তদন্ত কমিটিকে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। ৫ সদস্যের ওই কমিটি এখনো তাদের তদন্ত কার্যক্রম গুছিয়ে আনতে পারেনি। তাই প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য মতে গ্যাসের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গ্যাস লিকেজের বিষয়ে জানানো হলেও ব্যবস্থা নেয়নি তিতাস গ্যাসের স্থানীয় অফিস কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৭ সেপ্টেম্বর তিতাস গ্যাসের ফতুল্লা অফিসের ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, দুইজন প্রকৌশলী ও জরুরি রেসপন্স টিমের ৪ স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়।

কমিটি ইতোমধ্যে স্থানীয় জনগণ, মসজিদ কমিটিসহ বিভিন্ন জনের সাথে কথা বলেছে। মসজিদের চারপাশে খুঁড়ে গ্যাসের লাইন পরীক্ষা করেছে।

অন্যদিকে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিও (ডিপিডিসি) পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই প্রতিবেদনও এখনো জমা হয়নি বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। রোববার নাগাদ রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডিপিডিসির এই কর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ