শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


করোনায় আক্রান্ত সিলেটের মেয়র আরিফুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার নগরীর ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরিফের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া দৈনন্দিন করোনা শনাক্তের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান, গত তিন-চারদিন থেকে মেয়র আরিফ হালকা জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। যদিও আজ জ্বর-কাশি আগের তুলনায় কম ছিল। যে কারণে অফিস করেছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে জানান সুহেল।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানও করোনায় সংক্রমিত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন এবং তার মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মীর করোনা ধরা পড়ে। তবে তারা এখন সুস্থ হয়ে উঠেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ