শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মসজিদ কখনও অবৈধ হয় না: মাওলানা আব্দুল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মসজিদ কখনও অবৈধ হয় না’ উল্লেখ করে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, দেশের অনেক রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে অবৈধ জমিতে, অনেক ক্লাব রয়েছে অবৈধ জমিতে- এসব নিয়ে কেউ কথা বলে না; অথচ মসজিদ নিয়ে কথা বলে।

সম্প্রতি নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার এক সংবাদ সম্মেলনে ডিআইটি মসজিদের মাওলানা আব্দুল আউয়াল এ কথা বলেন।

তিনি বলেন, ওই মসজিদ বৈধ জায়গায় রয়েছে। মোতাওয়াল্লি মসজিদে জমি দান করেছেন। আমরা জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ পাওয়া গেছে। যদি তিতাসের কারণে এ ঘটনা ঘটে থাকে তাহলে তদন্তে প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও মাওলানা মাছুম বিল্লাল।

উল্লেখ্য গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সে সময় মসজিদে থাকা অর্ধশতাধিক মানুষের সবাই কমবেশি দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ