আওয়ার ইসলাম: পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। সে জন্যই পানি জমে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকা ও সড়ক পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, যাত্রাবাড়ী কাঁচাবাজার ও এর আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন করা হয়েছিল, ফ্লাইওভার থেকে নেমে আসা পানির কারণে ধলপুর এলাকা ও এর আশপাশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে সেখানে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। এর মূল কারণ জানতে আজ সরেজমিন পরিদর্শনে আসা।
দেখলাম, ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। ফলে সরাসরি ফ্লাইওভার থেকে পানি রাস্তায় নেমে আসায় আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এমনকি রাস্তাও ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যোগ করেন তিনি।
ফ্লাইওভার নির্মাণ করার সময় পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা তাতে অন্তর্ভুক্ত ছিল জানিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, কিন্তু পরবর্তীতে সেটা আর করা হয়নি। এ ধরনের অনেক অনিয়মই রয়েছে। সেগুলোর কারণ খুঁজে বের করতেই সরেজমিন পরিদর্শন।
তিনি বলেন, বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হবে। ডিএসসিসির পক্ষ থেকে ফ্লাইওভার কর্তৃপক্ষ ও সেতু বিভাগকে চিঠি-নোটিশ দেয়া হবে। যেন শিগগিরই পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করা হয়। আজকের পরিদর্শনের আরো কিছু উদ্দেশ্য রয়েছে। দক্ষিণ বনশ্রী এলাকায় চলমান অনেকগুলো কার্যক্রম রয়েছে। সেগুলো তদারকির পাশাপাশি উন্নয়ন কাজগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেটার তাগিদ দেয়া হয়েছে।
-এএ