আওয়ার ইসলাম: করোনার কারণে প্রায় আট মাস পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে সরব হচ্ছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার পল্টনে ফোরামের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে নেয়া কর্মসূচিগুলো হচ্ছে এক. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী লেখালেখি কর্মশালা পুনরায় শুরু করা। দুই. ফোরাম বাংলা ভাষার একটি বানান রীতি প্রণয়ন করবে। এজন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে। তিন. ফোরামের উদ্যোগে একটি ইসলামি লেখক চার. অভিধান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাঁচ. বিশিষ্ট লেখকদের ‘লেখক হয়ে ওঠার গল্প’ এবং বই আলোচনা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ছয়. ফোরামের তত্ত্বাবধানে তিন মাসব্যাপী (প্রতি শুক্রবার) ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স আগামী মাসে শুরু হবে। (কোর্সটি অনুষ্ঠিত হবে আওয়ার ইসলামের উদ্যোগে) শিগগির ঘোষণা আসছে। সাত. এছাড়া ফোরাম দায়িত্বশীলদের শিক্ষা ভ্রমণ, অনলাইনে লেখালেখি বিষয়ক বিভিন্ন টিপস এবং ভিডিও প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, সহসভাপতি কাজী আবুল কালাম সিদ্দীক, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রোকন রাইয়ান, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আনছারী, এমদাদুল হক তাসনিম (অর্থ সম্পাদক), সায়ীদ উসমান (সাহিত্য সম্পাদক), শামসুদ্দীন সাদী (প্রশিক্ষণ সম্পাদক), রেজা হাসান (প্রকাশনা সম্পাদক), এহসানুল হক (তথ্যপ্রযুক্তি সম্পাদক), সাদ আবদুল্লাহ মামুন (জাতীয় ও আন্তর্জাতিক সম্পাদক), ওমর ফারুক মজুমদার (প্রচার ও দফতর সম্পাদক), উবায়দুল হক খান (নির্বাহী সদস্য), মিযানুর রহমান জামীল (নির্বাহী সদস্য), হাসান আল মাহমুদ (নির্বাহী সদস্য), তানজিল আমির (নির্বাহী সদস্য), মইনুদ্দীন খান তানভীর (নির্বাহী সদস্য), হাবীবুল্লাহ সিরাজ (নির্বাহী সদস্য)।
-এটি