আওয়ার ইসলাম: আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলমান সংকট, অচলাবস্থা, স্বেচ্ছাচারিতা ও সকল ধরণের অনিয়মের বিরুদ্ধে ‘কওমী ঐতিহ্য সংরক্ষণ পরিষদের’ উদ্যোগে ‘চ্যালেঞ্জার মুখে কওমী ঐতিহ্য ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সেমিনারটি আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মুসা বিন ইজহার বলেন, কওমি ঐতিহ্য বিনাশী যে কোন তৎপরতা এদেশের সচেতন আলেম সমাজ বরদাশত করবে না। সচেতন কওমী প্রজন্ম হিসেবে আমাদের এ সকল বিষয়ে নীরব থাকার কোন সুযোগ নেই। তবে অপরিনামদর্শী সমালোচনার যে ধারা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এদেশের সকল কওমী সন্তানদের স্বার্থেই এই অরাজকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবী।
তিনি বেফাককে যথাযথভাবে শক্তিশালী করতে কতিপয় দুর্নীতিবাজ ও অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেবাধ্য করতে সকলকে সোচ্চার ও সজাগ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবু তাহের খান, কওমী ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক মাওলানা এবি এম শরিফুল্লাহ, নায়েবে আমির মাওলানা আজীজুল হক শেখ সাদী, মাওলানা আজহারুল হক আজমী, মাওলানা সৈয়দ শামসুল হুদা, মাওলানা জুবাইর গনী, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, এডভোকেট রফিকুল ইসাম প্রমূখ।
এদিকে আজকের সভায় মাওলানা মুসা বিন ইজহারকে সভাপতি ও মাওলানা শরিফুল্লাহকে সাধারন সম্পাদক করে কওমী ঐতিহ্য সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
-এএ