শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জ ট্রাজেডি: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাইলেন নিহতের স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ ট্রাজেডিতে নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের জীবিত সদস্যদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছেন স্বজনরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মসজিদ সংলগ্ন একটি মাঠে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারীর দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলাম।

বিস্ফোরণে নিহতরা সবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জানিয়ে ফাহিমুল ইসলাম বলেন, তাদের হারিয়ে পরিবারগুলো এখন অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছে। তারা যেন মর্যাদা নিয়ে সমাজে টিকে থাকতে পারে এবং মানুষের কাছে হাত পাততে না হয়, সে জন্য আর্থিক ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী প্রতিটি পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে।

তিনি বলেন, বার্ন ইউনিটের আইসিইউতে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে রাখার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ছাড়া সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখায় জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সরকারি দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্বেচ্ছাসেবীসহ পেশাজীবী মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।

এদিকে, প্রত্যেক পরিবারের সদস্যকে ৫০ হাজার টাকা এবং আহত প্রত্যেককে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় মডেল ডি গ্রুপের মালিক মাসুদুজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ