মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭


‘ধামতীর পীর মাওলানা আব্দুল হালীম ছিলেন একজন মোখলেছ আলেমেদ্বীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কুমিল্লার ধামতী আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ধামতীর পীর সাহেব মরহুম মাওলানা আব্দুল হালীম ছিলেন একজন মোখলেছ আলেমেদ্বীন, নির্লোভ শিক্ষাবিদ ও আদর্শ মানুষ গড়ার দক্ষ কারিগর।

তিনি সারা জীবন কোরআন-সুন্নাহর খেদমত ও আত্মশুদ্ধির মাধ্যমে অসংখ্য সুশিক্ষিত ও আদর্শ নাগরিক তৈরি করে গেছেন। মরহুম মাওলানা আব্দুল হালীমের মেহনতে অগনিত মানুষ পাপের পথ ছেড়ে ইসলামের সঠিক পথের সন্ধান পেয়েছেন। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও কুরবানী জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতি একজন মুখলেস, দ্বীনের পথপ্রদর্শককে হারালো।

আজ সোমবার বিকালে কামরাঙ্গীরচর মাদরাসায় ধামতীর পীর মরহুম মাওলানা আব্দুল হালীমের রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা রুহুল আমীন, হাফেজ আবুল কাশেম রায়পুরী ও মাওলানা সাইফুল ইসলাম জামালী প্রমূখ। দোয়া মাহফিলে মাওলানা আব্দুল হালীম পীর সাহেব ধামতীর রূহের মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ