আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং ধামতী দরবারের পীর, উস্তাজুল উলামা মাওলানা আবদুল হালিম (রহ.)-এর কর্ম ও জীবন শীর্ষক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার সেন্টার ফর মাদরাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বরেণ্য আলেম বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান শায়খ সাইয়েদ কামাল উদ্দীন আবদুল্লাহ জাফরীর সভাপতিত্বে এবং সেন্টার ফর মাদরাসার এডুকেশন ডেভেলপমেন্টের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নিজাম উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি শুরু হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল (মরহুম পীর সাহেব হুজুরের নাতনি জামাই) শায়খ ইসমাইল মাক্কীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকার তামিরুল মিল্লাত মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
এছাড়াও আলোচনায় আরো অংশগ্রহণ করেন আড়াইবাড়ি দরবার-বি.বাড়িয়ার পীর শায়খ গোলাম সারোয়ার সাঈদী, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শায়খ মাওলানা দেলোয়ার হোসাইন আল-মাদানী, মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটির শায়খ ড. খলিলুর রহমান মাক্কী, ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দীন, নাগাইশ দরবারের পীর মাওলানা মোশতাক ফয়েজী, হাজিগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান, ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার, বানিয়াপাড়া দরবারের পীর মাওলানা আবু বকর সিদ্দিক কাশেমী, আড়াইবাড়ি দরবার-কুমিল্লার পীর মাওলানা গোলাম পরোয়ার সাঈদী, ঢাকার মাইলস্টোন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী প্রমুখ।
-এটি