শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মাওলানা জালালের তত্ত্বাবধানে ঢাকায় চালু হচ্ছে নতুন বাস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাওলানা জালালের তত্ত্বাবধানে ঢাকায় চালু হচ্ছে নতুন এসি বাস। বাসের নাম ‘দেশ মাটি ট্রাভেলস লিমিটেড’। দেশ মাটি ট্রাভেলস লি: এর চেয়ারম্যান মাওলানা জালালুদ্দীন আহমাদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল আমাদের দেশ মাটি ট্রাভেলস লি: এর এসি বাস সার্ভিসের উদ্ধোধন করা হবে। তবে বাস চলবে আরও দুয়েকদিন পর থেকে। রাজধানীর মোহাম্মদপুর থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড পর্যন্ত চলবে এ এসি বাস।

তিনি জানান, একসময় লেগুনা ও টেম্পু সার্ভিস চালু ছিলো দেশ মাটি ট্রাভেলস লি: এর। এরপর নতুন করে রোড ট্রানমিশন কমিশন (আরটিসি) কর্তৃক রোড পারমিশান নিয়ে নতুন এ এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আপাতত দেশ মাটি ট্রাভেলস লি: এর বাস সংখ্যা রয়েছে ১৫ টি। মোহাম্মদপুর টু চিটাগাংরোডে চলাচলকারী এ এসি বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৯০ টাকা।

তিনি জানান, আগামীকাল বাস উদ্ধোধন উপলক্ষে ‘এক দোয়া মাহফিল’ এর আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ মাটি ট্রাভেলস লি: উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদপুর বসিলা এলাকার ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আফিফ আহমেদ। বাস উদ্ধোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

জানা গেছে, দেশ মাটি ট্রাভেলস লি: এর চেয়ারম্যান মাওলানা জালালুদ্দীন আহমাদ মোহাম্মদপুরস্থ বায়তুল ফালাহ মাদরাসার স্বনামধন্য শিক্ষা সচিব। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ