শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জে নিহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে: মুফতী মুহাম্মদ ওয়াককাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে নিহত ও ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে মর্মে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি ও সাবেক মন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াককাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দিন ইকরাম। সংগঠনের যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেছেন তারা।

বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, তিতাস গ্যাসসহ সংশ্লিষ্ট যারাই বারবার বলা সত্ত্বেও মসজিদের নিচের গ্যাসের লাইন সংস্কার করেনি, তাদেরকে এই মর্মান্তিক মৃত্যুর দায় নিতে হবে।

জমিয়ত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মসজিদের ব্যাপারে জালানি মন্ত্রী নসরুল হামিদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাতের আঁধারে বিনাভোটের সরকারের মন্ত্রী যেখানে মৃত ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে মানবিকতার পরিচয় দিবেন, সেখানে উল্টো তিনি মসজিদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নিজের অযোগ্যতা ও অমানবিকতার প্রমাণ দিয়েছেন।

নেতৃবৃন্দ গুরুতর আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া ক্ষতিগ্রস্ত মসজিদটি ঠিক করে অবিলম্বে নামাজের উপযোগী করে দেওয়ার জন্যও জোর দাবী জানান তারা। মসজিদে এসি বিস্ফোরণে শহিদ ইমাম-মুয়াজ্জিনসহ ছাব্বিশজনের মৃত্যুতে গভীর শোকও প্রকাশ করেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ