শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফেজ্জী হুজুর রহ.-এর নাতি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.-এর ছেলে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ একজন বিচক্ষণ, সাহসী ও বিনয়ী আলেম ছিলেন। তরুণ এই আলেমের আকষ্মিক ইন্তেকালের সংবাদে আমরা শোকাহত, ব্যাথিত।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

উল্লেখ্য, মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্ট্রোক করে হৃদরোগ ইন্সটিটিউটে মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন। আজ বাদ এশা কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ