শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জে বিষ্ফোরণ: বাংলাদেশ খেলাফত মজলিসের শোক ও সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীন মর্মান্তিক বিষ্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে তারা বলেন, আমরা প্রশাসন, মিডিয়া এবং স্থানীয় লোকজনের সংবাদ বিবরণীতে যা বুঝতে পেরেছি তা হলো, তিতাস গ্যাস লাইনের লিকেজ এবং বিদ্যুতিক ট্রান্সমিটার বিষ্ফোরণের ফলেই এসি বিষ্ফোরিত হয়ে মর্মান্তিক এই র্দুঘটনা ঘটেছে। কিন্তু একটি মহল ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার পায়তারা খুবই দুঃখজনক। তাই ঘটনার দায়ভার সংলিষ্ট দোষিদেরকেই বহন করতে হবে এবং হতাহতদের পরির্পুণ ক্ষতিপুরণ দিতে হবে।

নেতৃদ্বয় বলেন, এঘটনায় ইমাম মোয়াজ্জিনসহ এখন র্পযন্ত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় র্অধশত। হতাহতদের পরিবারের খোজখবর এবং অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার এবং সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে নিহতদের জন্য শহিদী র্মযাদা কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে র্ধৈযধারনের আহবান জানান। আহতদের দ্রুত পরির্পুণ সুসবথতা ও ঈমানের জিন্দেগী কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ