আওয়ার ইসলাম: কোরআন অবমাননাকারী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ এবং ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের প্রতিবাদে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) মানববন্ধন করেছে।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শুক্রবার বাদ আসর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন ফিরোজীর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান খানের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, যারা কুরআনুল কারিমের অবমাননা করেছে এবং আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমরা বাংলাদেশে অবস্থিত তাদের দূতাবাস ঘেরাও করতে বাধ্য হব।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, ছাত্র জমিয়ত বাংলাদেশ (একাংশ) কেন্দ্রীয় সভাপতি তোফায়েল গাজালি, ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর সভাপতি নিজামুদ্দিন আলআদনান প্রমুখ।
নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম উম্মাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবাসে। কয়েকদিন পর পর সুপরিকল্পিতভাবে তারা বিশ্বনবীকে অবমাননা করে মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত দিয়ে যাচ্ছে। তাদের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
নেতৃবৃন্দ আরো বলেন, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করে মোদি সরকার সাম্প্রদায়িকতার উসকানি দিয়েছে এর পরিণতি শুভ হবে না। মুসলমানেরা তুরস্কের আয়া সোফিয়া মসজিদের মতো বাবরি মসজিদও একদিন পুনরুদ্ধার করবে।
এমডব্লিউ/