আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আসামি করে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মামলার যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তা খারিজ করে দেন। মামলা গ্রহণ করার মতো পর্যাপ্ত উপাদান না থাকায় তা খারিজ করা হয় বলে জানা গেছে।
পরে মামলার আবেদনকারী এ বি সিদ্দিকী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুমতির জন্য আবেদনকৃত মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শেখ সেলিম, শেখ হেলাল, হাজি মুহা. মাহবুব আব্দুল্লাহকে সাক্ষী করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় যে বোমা হামলা হয়েছে, তার পরিকল্পনাকারী ও হুকুমদাতা খালেদা জিয়া। এর মাধ্যমে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। বাদীর দৃষ্টিতে ঘটনার প্রধান আসামি হচ্ছেন বেগম খালেদা জিয়া।
এতে আরো বলা হয়, মেজর জিয়াউর রহমান যেভাবে আড়ালে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন। অথচ তিনি বঙ্গবন্ধু হত্যার আসামি হননি। গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের জবানবন্দিতে থলের বিড়াল বের হয়ে এসেছে যে, খালেদা জিয়াই ওই পরিকল্পনা করেছিলেন। খালেদা জিয়াও তার স্বামীকে ফলো করে আড়ালে থেকে জঙ্গিবাদী মুফতি হান্নানের দলবল দিয়ে শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের এবং দলের শীর্ষ নেতাদের খুন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন।
-এএ