শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আবারো মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রিসভা রদবদলের গুঞ্জন উঠেছে আবারো। করোনায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ডে সমালোচনার প্রেক্ষিতে এ গুঞ্জন উঠেছে।

তবে, মন্ত্রণালয়ের দপ্তর পুনর্গঠন হবে নাকি নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে সেটি এখনো চুড়ান্ত নয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, মন্ত্রীসভা পুনগর্ঠনের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

দেশে করোনা সংক্রমণের পর থেকে একের পর এক স্বাস্থ্যখাতের বেহাল দশায় ব্যাপকভাবে সমালোচিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার রিপোর্ট জালিয়াতিতে জেকেজির ডা: সাবরিনা, আরিফ, রিজেন্টের সাহেদের পাশাপাশি মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তার নামও উঠে আসে।

এছাড়া, মাস্ক কেলেংকারীসহ চিকিৎসাখাতের নানা অব্যবস্থাপনায় বিব্রত হয় সরকার। শাস্তি হিসেবে মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। এমনকি জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সরিয়ে দেওয়ার দাবি তোলেন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে মন্ত্রী শুন্য এ মন্ত্রণালয়। ফলে মন্ত্রিসভায় রদবদলের কথা আলোচিত হচ্ছে। যদিও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলছেন, এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সর্বশেষ রদবদল হয় মন্ত্রীসভায়। তবে, এবার দপ্তর পুনর্গঠন হবে, নাকি নতুন কেউ শপথ নেবেন সেটি নিশ্চিত নয়। একাদশ সংসদ নির্বাচনের পর গত বছর ৬ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ