আওয়ার ইসলাম: রাবেতাতুল উম্মাহ বাংলাদেশ এর উদ্যোগে গত মঙ্গলবার সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিলো- চাউল, ডাল,পেঁয়াজ, আলুসহ খাদ্য সামগ্রী।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাফিজ মাওলানা আতিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক,সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, অফিস ও প্রচার সম্পাদক মুফতী সৈয়দ নাসির উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সুজাত আহমদ খান, সংগঠক ও সমাজসেবক হেলাল আহমদ খান, মাওলানা শহিদুল ইসলাম সর্দার, বাংলাদেশ খেলাফত মজলিস জগদল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুর রহমান।
-এএ