আওয়ার ইসলাম: সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআনের অবমাননা ও ফ্রান্সের ‘শার্লি হেবদো’ তে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র পুন:প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রদত্ত এক যেীথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, পবিত্র কুরআন ও মহানবী সা.কে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সুইডেন ও ডেনমার্কে ইসলাম বিদ্বেষী উগ্রবাদীরা পবিত্র কুরআন অবমাননার মাধ্যমে বিশ^ মুসলিকে আহত করেছে। পবিত্র কুরআণ পুড়িয়ে বা অবমাননা করে আল্লাহর বাণীকে মিটিয়ে দেয়া যাবে না, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল-কুরআন সংরক্ষিত আছে এবং থাবকে। বরং যারা কুরআনকে মিটিযে দিতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে।
পবিত্র কুরআন অবমাননার সাথে জড়িত ডেনমার্ক ও সুইডেনের উগ্রডানপন্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ফ্রান্সের বিবর্কিত রম্য পবিত্রকা ‘শার্লি হেবদো’র চলতি সংখ্যায় পুনরায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করে বিশ^মুসলিমদের অন্তরে আঘাত করা হয়েছে। মুসলমানরা মহানবী সা.কে তাদের জীবনের চেয়েও ভালবাসে।
সুতরাং মহানবী হযরত মুহাম্মদ সা’ এর অবমাননা বিশ^মুসলিম কোনভাবেই বরদাস্ত করবে না। ফ্রান্সের বিবর্কিত রম্য পবিত্রকা ‘শার্লি হেবদো’র বর্তমান সংখ্যা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআনের অবমাননা ও ফ্রান্সের ‘শার্লি হেবদো’ তে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র পুন:প্রকাশের বিরুদ্ধে বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে রাষ্ট্রীয়ভাবে সুইডেন, ডেনমার্ক ও ফ্রান্সের সরকারের কাছে প্রতিবাদলিপি প্রেরণের দাবী জানান এবং বিশ^ মুসলিমকে এসব ইসলাম বিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জাননা।
-এটি