আওয়ার ইসলাম: মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজার থানার বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ এনে এজাহার দায়ের করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) শাহানা আক্তার নামের এক নারী বাদী ওই মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামী মোহাম্মদ মুসা আকবরকে কথিত বন্দুকযুদ্ধের নামে নিহত হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শাহানা আক্তার এই এজহারটি দায়ের করেন। তিনি টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা।
এদিন কক্সবাজারের আমলি আদালত-৩ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে এজাহারটি দায়ের করা হয়। এতে প্রদীপ ছাড়া আরও ২৬ জনের নাম রয়েছে। যার মধ্যে ২২ জনই পুলিশ সদস্য।
পরে আদালতের বিচারক এজহারটি আমলে নিয়ে তা তদন্তের নির্দেশ দিয়েছেন। টেকনাফ থানার ওসিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে মামলার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য আদেশ বিচারক।
-এএ