শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


‘সুইডেনের উগ্র ডানপন্থী সন্ত্রাসীরা আগুন নিয়ে খেলা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনে মালমো শহরে পবিত্র কুরআনে অগ্নি সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে লালবাগস্থ কার্যালয়ে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক এক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, বিশ্বজুড়ে ইসলাম ফোবিয়া ও মুসলিম বিদ্বেষ বেড়েই চলেছে। পবিত্র মুহাররম মাসে সুইডেনে পবিত্র গ্রন্থ আল-কুরআনের কপিতে আগুন দেয়া হয়েছে। দেশটির মুসলিম বিরোধী উগ্র ডানপন্থী দল হার্ড লাইনের নেতা রাসমেস পেলুডানের উস্কানিতেই তার দলের নেতাকর্মীরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে কঠিন কোন অভিযোগ আনা হয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুরআন পুড়ানো ও অবমাননায় জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সুইডেন সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সুইডেনের উগ্র সন্ত্রাসীরা আগুন নিয়ে খেলা করছে। এই আগুনে তারাই জ্বলে পুড়ে ছাই হবে। ইতিহাস স্বাক্ষী কুরআনের বিরুদ্ধাচারণ ও অবমাননা করে কেউ রেহাই পায়নি, এই শয়তানেরাও পাবে না। তিনি বাংলাদেশের দলমত নিবিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার প্রতিবাদ করার আহবান জানান।

মাওলানা হাসানাত আমিনী বলেন, মুহাররম মাসে একদল লোক নবী দৌহিত্র হযরত হোসাইন রা.-এর ভক্ত সেজে শোকের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড করছে। সাধারণ মুসলমানরা না বুঝে তাদের ভ্রান্ত রেওয়াজ ও কর্মসূচীতে অংশ নিচ্ছে। তাই আশুরার তাৎপর্য ও শিক্ষা মুসলমানদের দ্বারে দ্বারে পৌছে দিতে হবে। এই শিক্ষা সম্পর্কে প্রকৃত জ্ঞান না থাকাতেই আজ আশুরা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তি সম্পর্কে সাধারণ মুসলমানদের সতর্ক করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব।

সভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও. এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আব্দুল কাইয়্যুম, মুফতি জিয়াউল হক মজুমদার, কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবুল হাসান তালুকদার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ