আওয়ার ইসলাম: শায়খুল কুরআন কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কোরআন বোর্ডের মুয়াল্লিম কোর্স আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসা খোলার প্রজ্ঞাপন জারি হওয়ার পরই নতুন ব্যাচের ভর্তি শুরু করেছে বোর্ডটি।
বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত আওয়ার ইসলামকে বলেন, সম্পূর্ণ আবাসিক থেকে স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় সব বিষয়ে গুরুত্ব দিয়ে আমরা মুয়াল্লিম প্রশিক্ষণে ভর্তি নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ১০ সেপ্টেম্বর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে।
তিনি আরো বলেন, সরকার আমাদের কয়েকটি বিষয়ে গুরুত্বসহ মানতে বলেছেন। বিধিগুলোর মধ্যে রয়েছে ক, প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক, হ্যান্ডগ্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরিধান করা আবশ্যক। খ, মাদরাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে। গ, শিক্ষার্থীরা তার নিজ নিজ কক্ষে অবস্থান করবে। বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলাফেরা করবে না। ঘ, একজন শিক্ষার্থী থেকে অপর শিক্ষার্থী কমপক্ষে তিন ফুট দূরত্বে অবস্থান করবে। ঙ. কোভিড-১৯ এর কারণে কোলাকুলি ও মুসাফাহা করবে না। চ, শিক্ষক ও কর্মচারীগণও একইভাবে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস গ্রহণ করবেন। এসব বিধি মেনেই আমরা আমাদের মাদরাসা পরিচালনা করবো।
করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া কোর্সটি সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে।
বোর্ডের ম্যানেজার মাওলানা হাসানুজ্জামান জানান, ২০২০ সালের ২য় ব্যাচ শুরু করার পর করোনা মহামারীর কারণে আমরা কোর্স বন্ধ ঘোষণা করেছিলাম। অসমাপ্ত কোর্সটি সেপ্টেম্বর মাসের ৩ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হবে। অসমাপ্ত কোর্সে অংশ নেওয়া ছাত্ররা তিন তারিখের আগে অবশ্যই বোর্ডে উপস্থিত থাকবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ- ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫-৪৫৫৬৩৬
-এটি