আবদুল্লাহ তামিম
ডেপুটি এডিটর>
সম্মিলিত কওমি মাদরসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ (রোববার) শুরু হয়ে ২৯ সেপ্টে্বের পর্যন্ত পরীক্ষা চলবে।
আজ হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেইজে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত একটি পরীক্ষা রুটিন প্রকাশ করেছে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ বছর দাওরা হাদিসের পরীক্ষায়ও কেরাত পরীক্ষা সংযুক্ত হবে।
প্রধান নেগরানের দেওয়া ঘোষণা অনুযায়ী, যে কোনদিন এ বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে পরীক্ষার মূল নম্বারপত্রের সঙ্গে কেরাত পরীক্ষার নম্বর যুক্ত হবে না।
শুক্রবার সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
-এটি