আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ, গণপ্রতিনিধিত্বশীল সরকার তথা জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে গণ আন্দোলনে ঝাঁপিয়ে পরতে হবে। বর্তমান সরকার পেশি শক্তির জোরে ক্ষমতায় আঁকড়ে আছে। তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ঘুষ, দুর্নীতি, জুলুমের জাঁতাকলে জনগণ আজ পিষ্ট। দারিদ্র, বেকারত্ব ও অভাবী মুনষের সংখ্যা বেড়েই চলছে। মজলুম মানুষের মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (২৯ আগস্ট) খেলাফত মজলিস ঢাকা-ময়মনসিংহ বিভাগের সদস্যদের দু’দিনের ভার্চুয়াল তরবিয়তী মজলিসে সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিসে অন্যান্যের আলোচনা ও বক্তব্য পেশ করেন- সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আবদুল জলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম মোসাদ্দেক, এবিএম সিরাজুল মামুন, বোরহান উদ্দিন সিদ্দিকী, মুফতি সাইয়্যেদুর রহমান, মাওলানা সাঈদ আহমদ, মুফতি আবদুল হক আমিনী প্রমুখ।
সম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন।
-এএ