শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


‘সমাজের সর্বস্তরে দুর্নীতির পচন ধরেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সমাজের সর্বস্তরে দুর্নীতির পচন ধরেছে। অর্থনীতি বলতে কিছু নেই। অথচ সরকারের ধান্দা একটাই ‘মেগা প্রজেক্ট’।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে সাবেক কুটনীতিক সাকিব আলী এবং অন্যদের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, করোনার সময় কতো লোক ঢাকা ছেড়েছেন, কত লোক দরিদ্র হয়েছে সেই হিসেব সরকারের কাছে নেই। তাদের ধান্দা একটাই মেগা প্রজেক্ট করা। করোনার আগে চার কোটি লোক দারিদ্রসীমার নিচে ছিল। এখন এই সংখ্যা অনেক বেড়েছে। সরকারের কাছে এসবের কোনো তথ্য নেই।

তিনি বলেন, একটি জেলার সেক্রেটারি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কি করে করলো, এটি কি তাদের টাকা। প্রতিবছর লাখ কোটি টাকা পাচার হচ্ছে অথচ মানুষের জীবন কচু পাতার পানির মতো হয়ে গেছে। একজন ওসি ২০০ জন লোককে মেরে বলে প্রয়োজনে আরও মারবে। এটি কোনো দেশ, এটি তো একটি মৃত্যু উপত্যকা, বিচার বলে কিছু নেই।

মান্না বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন করোনা এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে আবার চায়নার টিকা অনুমতি দিলেন কেন। করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি আজ বিপর্যস্ত। তাই রাজনীতির পুরনো নখ উপড়ে ফেলে নতুন দল দিয়ে দেশ গঠন করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ