আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে ভাড়াটিয়াদের প্রতি সদয় হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ সেক্রেটারী ও কামরাঙ্গীরচর মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন।
আজ সকালে মাওয়া ঘাটের চিত্র সরেজমিনে প্রত্যক্ষ করে তিনি বলেন, আজ শুক্রবার সকালে মাওয়া ঘাটে প্রায় অর্ধশতাধিক ট্রাক-পিকাপ দেখা গেল- যারা ঢাকা থেকে বাসাবাড়ী ছেড়ে গ্রামের বাড়ীতে থাকার ফিকির করছেন। করোনা ভাইরাসের আঘাতে অর্থনৈতিক চাপে তারা আর কুলিয়ে উঠতে পারছেন না।
ঐদিকে ভাড়াটিয়াদের প্রতি ন্যূনতম দয়াবান হচ্ছে না অধিকাংশ বাড়ীওয়ালা। করোনাকালে সবার আয়-রোজগারে ভাটা পড়লেও বাড়ীওয়ালারা আছেন দিব্যি আনন্দে এমনটাই বলেছিলেন অনেক ভুক্তভোগী মানুষ।
পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় ঢাকার বাড়ীওয়ালা কিছুটা নমনীয় না হলে তাদের জন্যই অশনিসংকেত অপেক্ষা করছে বলে মনে করেন এই তরুণ ইমাম নেতা। তিনি বাড়ীওয়ালাদেরকে করোনাকালীন ভাড়া মওকুফ বা কিছুটা ছাড় দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
-এটি