শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার মতো এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার মতো এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দেশে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলেই পরীক্ষা আয়োজন করা হবে।

এর আগে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনা ভাইরাস পরিস্থিতি সহসাই নির্মূল হচ্ছে না ধরে নিয়ে বিকল্প উপায়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের জন্য বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে সে বিষয়েও একটি প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি।

এ সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে শিক্ষাব্যবস্থার কী ধরনের পরিবর্তন আনতে হবে তা নিয়ে একটি প্রস্তাবনা তৈরি করুন। সেটি আগামী সভায় উপস্থাপন করতে হবে।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ করে তিনি বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে হবে, যেন তারা পড়াশোনায় পিছিয়ে না যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ