শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমান সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ, তারা নিজেরা যা মনে করে, তাই করে বলেও উল্লেখ করেন দেশের প্রবীণ এ বুদ্ধিজীবী।

বুধবার রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এদিন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে প্লাজমা দেন। এ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, টোটালি ভেঙে পড়েছে। বর্তমান সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ। তারা কারো কোনো কথা শুনতে রাজি নয়। নিজেরা যা মনে করছে, তাই করছে।’

বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী বলেন, তাদের (সরকার) যা মনে হচ্ছে, তারা তাই করছে। কারো কথা তারা শুনতে রাজি নয়। গত মার্চ মাসে আমি বলেছিলাম, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ভ্যান্টিলেটরের চেয়ে বেশি দরকার অক্সিজেন। কিন্তু খোঁজ নেন, অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কি না।

তিনি বলেন, আমরা দেখতে পেয়েছি, করোনা রোগীরা সাধারণত অক্সিজেনের জন্য হাসপাতালে ভর্তি হন। কিন্তু অনেকগুলো করোনা সেন্টার তথা হাসপাতাল ও ক্লিনিক অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা নিঃসন্দেহে একদম প্রতারণা। এক হাজার লিটার অক্সিজেনের মাত্র ৭০ টাকা খরচ হওয়ার কথা। কিন্তু আমরা কী দেখেছি- অক্সিজেনের জন্য লাখ টাকার বিলও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের নৈতিক দায়িত্ব হলো- এসবের মূল্য নির্ধারণ করে দেওয়া। এ ছাড়া জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করার কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, অক্সিজেন তো বাতাস থেকে হয়। এটা ফ্রি হওয়া উচিত। অক্সিজেন গঠনের জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই করে নেয়। তার পরই সেটা ব্যবহার করা হয়। প্রতারণা থেকে রেহাই পাওয়া যাবে না, যদি না এটার মূল্য স্থির না করে দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ