শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আরও ৫৪ জনের মৃত্যু, ৩ লাখ ছাড়ালো শনাক্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ৪ হাজার ৮২ জনের প্রাণহানি ঘটেছে।

গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২ হাজার ৫শ' ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫শ' ১৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। এ পর্যন্ত ১৪ লাখ ৮৫ হাজার ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে করোনা শনাক্তের ১৭২তম দিনে বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। এছাড়া একদিনে ৩ হাজার ৪শ' ২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯০ হাজার ১শ' ৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।

গেল ২৪ ঘন্টায় মৃত ৫৪ জনের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। এদিকে, গতকাল ২৫ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোট ৯১টি ল্যাবে ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়। আর ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।

সে হিসেবে গতকালের তুলনায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা এবং মৃত্যুর হার সবকিছুই বেড়েছে। গতকাল শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ছিলো ১ দশমিক ৩৪ শতাংশ। সেখানে আজ শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ