মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
‘কার্যকর বিচারব্যবস্থা অনুপস্থিত থাকায় দেশে অপরাধ প্রবণতা বাড়ছে’ নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক গত রোববার (২৩ আগষ্ট) রাতে পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদের পরিচালনায় বৈঠকের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে দারস পেশ করেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া।

বৈঠকে অন্যান্য কর্মসূচি মধ্যে ছিল- যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, সভাপতির সমাপনী বক্তব্য, মুহাসাবা, দোয়া ও মোনাজাত।

বৈঠকে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন- শাখার সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম,সহ সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ নাজির, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সেক্রেটারি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, সহ সেক্রেটারি মাওলানা মুসলেহ উদ্দীন, সহ সেক্রেটারি মাওলানা ছাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন, নির্বাহী সদস্য ক্বারী মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ