শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


নতুন প্রজ্ঞাপন আসলেই মাদরাসা খোলা ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিবে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আওতাধীন মাদরাসাগুলো খোলা ও পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ডটি।

গতকাল সরকারের পক্ষ থেকে কওমি মাদরাসার খোলার বিষয়ে জারি করা প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের বক্তব্যে অমিল থাকায় ধুম্রজাল তৈরি হওয়ায় বোর্ডটি মাদরাসা খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তাছাড়া প্রজ্ঞাপনে কওমি মাদরাসার ছয় বোর্ডের মাত্র একটি বোর্ডের নাম উল্লেখ করা হয়েছে। অন্য বোর্ডের অধীনে থাকা মাদরাসাগুলোর বিষয়ে কোনো নির্দেশনা প্রজ্ঞাপন থেকে পাওয়া যায় না। প্রজ্ঞাপনে  এ অস্পষ্ট থাকায় নতুন করে ভাবতে হচ্ছে বিষয়টি নিয়ে।

আজ মঙ্গলবার বেফাকের বৈঠক শেষে এসব বিষয় জানানো হয়। তবে সরকারের কাছে প্রজ্ঞাপনের সংশোধন চেয়ে আবেদন করলে আজকেই নতুন প্রজ্ঞাপন দেয়ার কথা বলা হয়েছে। নতুন করে সংশোধিত প্রজ্ঞাপন আসলেই বেফাক মাদরাসা খোলা ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন বেফাকের মহাপরিচালক মাওলানা যুুবায়ের আহমদ চৌধুরী। তিনি বলেন, মাদরাসা খোলা ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বেফাক। নতুন প্রজ্ঞাপন আসলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। প্রজ্ঞাপনে অস্পষ্টতা থাকায় বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গতকাল সোমবার করোনার কারণে আটকে থাকা কওমি মাদরাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নেয়ার অনুমতি দিয়েছিলো সরকার। মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদরাসা আপিল করেছিল তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সেটা গভর্নমেন্ট এগ্রি (সম্মতি) করেছে। অর্ডার জারি হয়ে যাবে। ওদের পরীক্ষাগুলো হবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

তবে গতকাল সরকারের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে লেখা ছিলো, শুধুমাত্র জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের এর কওমি মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চালু ও শুরু করার বিষয়ে অনুমতি দেয়া হলো। অথচ বাংলাদেশে কওমি মাদরাসার শিক্ষাবোর্ড আরো পাঁচটি রয়েছে। সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি প্রজ্ঞাপনে। তাই অস্পষ্টতা তৈরি হয়েযছে। বেফাকসহ অন্যবোর্ডগুলোর বিষয়ে সুস্পষ্ট নির্দেশনাসহ নতুন প্রজ্ঞাপনের জন্য আবেদন করা হয়েছে। সেটি আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা যায়।

No photo description available.

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ