বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


কিতাব বিভাগের পরীক্ষার বিষয়ে মঙ্গলবার বেফাকের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
ডেপুটি এডিটর>

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাাদারিসিল আরাবিয়া বাংলাদেশের গত শিক্ষাবর্ষের কিতাব বিভাগের পরীক্ষার বিষয়ে জানা যাবে আগামী মঙ্গলবার।

আজ রোববার বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের বৈঠকে ৫ সেপ্টেম্বর থেকে বেফাকের তাহফিজুল কুরআন ও কিরাত বিভাগের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসে। যদিও বেফাকুল মাদারিসিল আরাবিয়া থেকে বলা হয়েছে এটি চূড়ান্ত নয়। পরীক্ষার প্রস্তুতি নিতে এ তারিখ জানানো হয়েছে। পরিবর্তনও আসতে পারে।

এদিকে কিতাব বিভাগের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছে বেফাক। খাস কমিটির সদস্যদের নিয়ে বৈঠক থেকে আসতে পারে গত শিক্ষাবর্ষের পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

গত কয়েকদিন আগে জাতীয় দীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ তার ফেসবুকে ‘সরকার কওমি মাদরাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে’ মর্মে তথ্য দেন। এরপর মাওলানা ইয়াহইয়া মাহমুদ এক ভিডিও বার্তায় এ সংবাদ নিশ্চিত করেন। এরপর থেকেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করে হাইয়াতুল উলইয়া।

তাকমিলের (দাওরায়ে হাদীস) পরীক্ষা পদ্ধতি বিষয়ে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র পরীক্ষা উপকমিটির সভায় ৩টি প্রস্তাবনা গৃহীত হয়।

সভায় গৃহীত প্রস্তাবনাগুলো হচ্ছে

এক. ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ: ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু, ২৯ সেপ্টেম্বর পরীক্ষা শেষ।

দুই. ১০ বিষয়ে পরীক্ষা হবে। প্রত্যেক বিষয়ের ৪টি প্রশ্ন হবে, ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।

তিন. পরীক্ষার সময় ৩.৩০ মিনিট।

পরীক্ষা উপকমিটির আজকের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো একটি প্রস্তাবনামাত্র। আগামীকাল সোমবার (২৪ আগস্ট) পরীক্ষার তারিখ ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে স্থায়ী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ