বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


মেজর সিনহাকে মাত্র দুই মিনিটেই হত্যা করা হয়: র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড মাত্র দুই মিনিটের মধ্যে সংগঠিত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।

শুক্রবার (২১ আগস্ট) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে ঘটনাস্থল পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, মেজর সিনহা মোহাম্মদকে গুলি করার ঘটনা দুই মিনিটের মধ্যেই ঘটে। এমন কি হয়েছিল যে এক বা দুই মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে গেল- সেজন্য চেকপোস্টের প্রত্যেকটা পয়েন্ট এবং ব্যারিকেড থেকে ব্যারিকেডের দূরত্ব, এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সাথে দূরত্ব সরেজমিনে মাপা হবে। এরপর একটা ধারণা তৈরি হবে।

তিনি বলেন, এই এক-দুই মিনিটের মধ্যে প্রত্যেকটা গাড়ি চেক করা, পরিচয় জানতে চাওয়া এবং কোন অবস্থার পরিপ্রক্ষিতে গুলিটা হয়েছিল। এই ঘটনা বের করতে হলে প্রত্যেকটা সেকেন্ডকে বিশ্লেষণ করতে হবে।

এদিকে মামলার প্রধান তিন আমামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে মেজর সিনহা নিহত হওয়ার ঘটনাস্থল কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর এলাকায় সেই চেকপোস্টে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তের স্বার্থেই তাদেরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ