মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের স্বাধীনভাবে ওমরাহ পালনের অনুমতি দিলো ইন্দোনেশিয়ার সরকার যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইসরায়েলের হাতে ৯৩ ফিলিস্তিনি নিহত হিজাব নিয়ে শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্য, বিক্ষোভে উত্তাল রাবি মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের ভোটের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজদের রুখে দিতে হবে: মুফতি ফয়জুল করীম রেজিস্ট্রেশনে বাদপড়া শিক্ষার্থীদের জন্য সময় বাড়াল মাদরাসা বোর্ড ‘পাঠ্যপুস্তক থেকে ইসলামবিরোধী বিষয় পুরোপুরি বাদ দিতে হবে’ ১৪৩ দিনে হাফেজ, ৯ বছরের আরফানকে সংবর্ধনা তৃণমূলে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান ইসলামী আন্দোলন মহাসচিবের জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: ইবনে শায়খুল হাদিস

তাকমিল পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাকমিলের (দাওরায়ে হাদীস) পরীক্ষা পদ্ধতি বিষয়ে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র পরীক্ষা উপকমিটির সভায় ৩টি প্রস্তাবনা গৃহীত হয়। আজ শনিবার হাইয়াতুল উলয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সভায় গৃহীত প্রস্তাবনা

এক. ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ: ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু, ২৯ সেপ্টেম্বর পরীক্ষা শেষ।

দুই. ১০ বিষয়ে পরীক্ষা হবে। প্রত্যেক বিষয়ের ৪টি প্রশ্ন হবে, ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।

তিন. পরীক্ষার সময় ৩.৩০ মিনিট।

পরীক্ষা উপকমিটির আজকের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো একটি প্রস্তাবনামাত্র। আগামী সোমবার (২৪ আগস্ট) পরীক্ষার তারিখ ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে স্থায়ী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন- হাইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ঈসমাইল বরিশালী, অফিস সম্পাদক মুহা. অছিউর রহমান। বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ জোবায়ের, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুল হক, মুফতি নাজিমুদ্দিন, আরজাবাদের মাওলানা আব্দুল কুদ্দস, ময়মনসিংহের মাওলানা আহমদ আলী, জামিয়া রহমানিয়ার মাওলানা আশরাফুজ্জামান, মাদানী নগর মাদরাসার মাওলানা সিরাজুল হক। সিলেট বোর্ডের মাওলানা এনামুল হক, তানজিম বোর্ডের মুফতি এনামুল হক, ইত্তেহাদ বোর্ডের মুফতি এমদাদুল্লাহ কাসেমী, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের মুফতি শামসুদ্দিন জিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ