বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


সেপ্টেম্বরে সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৬ সেপ্টেম্বর রোববার একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন বসবে। ওইদিন সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জনানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মুহা. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ অধিবেশন বসা সংক্রান্ত সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই করোনার মহামারির মধ্যেও এ অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানা গেছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

এর আগে গত ১০ জুন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। আর করোনাকালীন এই বাজেট অধিবেশন শেষ হয় গত ৯ জুলাই। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসের ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পেশ ও তা পাস করা হয়। এ ছাড়া ওই অধিবেশনে ১৬টি সরকারি বিলের মধ্যে ৫টি বিলও পাস হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ