বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিলো, আছে, থাকবে: আল্লামা নুরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসের সহ সভাপতি, আল হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় স্থায়ী সদস্য, খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপ্যাল আল্লামা নুরুল ইসলাম বলেন, ৯৫% মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে নতুন করে কোন ষড়যন্ত্র চলবে না।

আল্লামা নুরুল ইসলাম গন মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। সাম্প্রদায়িক সম্প্রিতিতে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত বাংলাদেশে মুসলমানদের মসজিদ ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে যার যার ধর্মীয় উপসনাদি সকলে নির্ভিগ্নে পালন করে থাকে। ইদানীং আমরা লক্ষ করছি এই ধর্মীয় সম্প্রিতির পরিবেশ নষ্ট করতে কুচক্রী মহল উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চায়।

তিনি তাদের প্রতি কঠোর হুসিয়ারী উচ্চারন করে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম বিরুধী যে কোন ষড়যন্ত্র তৌহিদি জনতা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ছিলো। ইসলাম আছে। ইসলাম থাকবে। এই নিয়ে কেউ কোন ধরনের ষড়যন্ত্র করলে তৌহিদী জনতা তা রুখে দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ