বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাসিনোকাণ্ডে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ নির্দেশনা দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মুহা. জাহাঙ্গীর আলম মামলা তদন্ত চলাকালে আদালতের কাছে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ চান। সেই প্রেক্ষিতে মঙ্গলবার আদালত এ নির্দেশনা দিয়েছেন।

এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মুহা. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে একই বছরের ১৭ নভেম্বর সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত বছর দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সবচেয়ে বেশি আলোচিত হন তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। পরে তাকে ও তার সহযোগী আরমানকে ৭ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ