বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ভারতের ভ্যাকসিন সবার আগে পাবে বাংলাদেশ: শ্রিংলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

আজ (বুধবার) হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় শ্রিংলা আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ ভিসা ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ভারত। খুব শীঘ্রই এই প্রস্তাব বাস্তবায়নে কাজ শুরু হবে। ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে বলেও জানান তিনি।

করোনার কারণে মুজিববর্ষের যেসব কাজ থেমে গেছে, তা আবারও সচল করতে সহযোগিতা করবে ভারত। এছাড়া সীমান্ত হত্যার বিষয়ে আলেচনা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সামনের মাসে মন্ত্রীপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

করোনার সময়ে বিভিন্ন দেশের সাথে ভারতের সম্পর্কের ঘাটতি ঘটেছে। এটা উত্তরণে ভারত সরকার বাংলাদেশের সাথে একসাথে কাজ করবে। এই বার্তা পাঠিয়েছেন মোদী।

এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত নেতিবাচক সংবাদের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে যেন কোনো ঘাটতি না আসে সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। করোনা পরবর্তি সময়ে সকল দেশের সাথে সম্পর্কোন্নয়নে জোর দিচ্চে ভারত সরকার। তবে বাংলাদেশকে প্রধান্য দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এই সফর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ