বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


বিটিএমসির নতুন চেয়ারম্যান জাকির হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

বুধবার (১৯ আগস্ট) এই সেনা কর্মকর্তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ কামরুজ্জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেনকে প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) কলেজ পরিদর্শক নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর বিইউপিএ’র কলেজ পরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিককে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ