আওয়ার ইসলাম: অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে, হাঁটু গেড়ে বসেন তিনি। তার হাতে ছিল না কোনো অস্ত্র বলে র্যাব মহাপরিচালককে (ডিজি) জানিয়েছেন নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি মোহাম্মদ খায়রুল ইসলাম।
সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শিগগিরই তদন্ত শেষ হবে জানিয়ে র্যাব ডিজি বলেন, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা তদন্ত করতে তারা বিব্রত নন।
'এটা আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। যে সকল তথ্য পাচ্ছি প্রতিটি তথ্য নিয়েই তদন্ত করা হচ্ছে। সব কিছুই জানতে পারবেন, যোগ করেন র্যাবের এই শীর্ষ কর্মকর্তা।
ঘটনাস্থল পরিদর্শনের সময় এসআই লিয়াকত গুলি করার সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহার হাতের অবস্থান কীভাবে ছিল সেটাও র্যাব মহাপরিচালককে দেখান মামলার তদন্ত কর্মকর্তা। এ ছাড়া চেকপোস্টে যে ড্রাম ব্যবহার করে গাড়ির গতিরোধ করা হয়েছিল এবং গুলিবিদ্ধ হওয়ার পর সিনহার দেহ কোথায় পড়েছিল তাও ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেখানো হয়।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন্স, ডিজিকে জানান, শামলাপুর চেকপোস্টে আসার আগে সিনহার গাড়ি বিজিবির চেকপোস্টে কিছুক্ষণ থেমেছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ পরিচালনা করে দেখা গেছে, গাড়িটি স্বাভাবিকভাবেই এসেছিল। তাদের কেউ তাড়া করছে বলে মনে হয়নি।
-এএ