বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


মৌখিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন ক্যাবিনেট সচিব-মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: ক্যাবিনেট সেক্রেটারি মৌখিকভাবে বলেছেন, কওমি মাদরাসাগুলোকে পরীক্ষার প্রস্তুতি নিতে। কিন্তু বিস্তারিত কোনো নির্দেশনা সরকার জারি করেননি কাগজপত্রে। দু-একদিনের ভিতরেই জারি করবেন আশা করছি। তখন বলা যাবে- কীভাবে কখন খোলা যাবে মাদরাসা। মন্তব্য করেছেন আল হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মাহফুজুল হক।

এর আগে জাতীয় দীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ তার ফেসবুকে ‘সরকার কওমি মাদরাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে’ মর্মে তথ্য দেন। এরপর মাওলানা ইয়াহইয়া মাহমুদ এক ভিডিও বার্তায় এ সংবাদ নিশ্চিত করেন।

তারপরই আল-হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে পরীক্ষা সংক্রান্ত একটি ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

পোস্টে জানানো হয়, ‘আগামী শনিবার (২২ আগস্ট’২০২০ইং) তারিখে আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর পরীক্ষা উপকমিটির সভা আহ্বান করা হয়েছে এবং স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে আগামী সোমবার (২৪ আগস্ট’২০২০ইং) তারিখে। সেখানে পরীক্ষার তারিখ নির্ধারণ ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

এদিকে আজ এক বক্তব্যে বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী বলেছেন, ‘পরীক্ষা প্রস্তুতি গ্রহণের মৌখিক সিদ্ধান্ত পেয়েছি। লিখিতভোবে পাইনি। লিখিতভাবে এলে আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করবো। তবে আগামী রোববার (২৩ আগস্ট) পরীক্ষা বিষয়ে আলোচনা করতে মিটিং ডেকেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।’

অন্যদিকে আজ দুপুরে মাওলানা ইয়াহইয়া মাহমুদ চার মিনিট একত্রিশ সেকেন্ডের ভিডিও বার্তায় বলেন, “আমি আজ সকালে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কেবিনেট সচিব মহোদয়কে একটি ম্যাসেজ দিলাম। এরপর সকাল নয়টা সাত মিনিটে উনার একটি ম্যাসেজ পেলাম। ম্যাসেজে দেয়া উনার কথাই আমি আপনাদের পড়ে শুনাচ্ছি।

তিনি লেখেন, ‘ওয়ালাইকুম সালাম! মাই থ্যাংকস! টেক পিপারেশন ফর এর‌্যাঞ্জিং এক্সামেনেশন।’ অর্থাৎ তিনি খুব দ্রুত পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য আমাদের অনুরোধ করেছেন।”

এর আগে গতকাল (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করেছিলেন তারা। সেখানে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানও উপস্তিত ছিলেন। বৈঠকে তারা কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার অনুরোধ করেন। সেসময় তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করবেন ও মাদরাসা খুলে দেওয়ার বিষয়ে অনুমতি চাইবেন তিনি। এরপরই আজ এ ঘোষণা এলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ