বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


জামালপুরে বন্যার্তদের মাঝে তাকওয়া ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কওমী সমাজ কল্যাণ পরিষদ ও তাকওয়া ফাউন্ডেশন ভালুকা শাখার ব্যবস্থাপনায় অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামের অসহায় বন্যার্ত প্রায় ১০০টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ত্রাণ হিসেবে প্রতিজনকে দেয়া হয়েছে- ৭কেজি করে চাল,১কেজি করে ডাল, ১কেজি করে তেল, ১কেজি করে আয়োডিন যুক্ত লবন, ১কেজি করে পেয়াজ এবং ২কেজি করে আলু।

সহকারী টিম লিডার মাওলানা আশরাফুল আলম হাবীবী আওয়ার ইসলামকে বলেন, ত্রাণ বিতরণ যেনো সুষ্ঠু ভাবে হয় এবং কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্য আমরা আগে থেকেই তাদের সাথে যোগাযোগ করে প্রতি ফ্যামিলিকে একটি করে টোকেন দেই। পরে বিতরণের সময় টোকেন গ্রহণ করে ত্রাণ বিতরণ করি। এতে করে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করতে সক্ষম হয় তাকওয়া ফাউন্ডেশন ভালুকার নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকরা।

এসময় উপস্থিত ছিলেন- তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, তাকওয়া ফাউন্ডেশন ভালুকার টিম লিডার মাওলানা মামুনুর রশিদ, সহকারী টিম লিডার মাওলানা আশরাফুল আলম হাবীবী , মাওলানা শরীফুল ইসলাম আকন্দ ও আলহাজ্ব নাসির উদ্দিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ