আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা জমা দেন কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার রাতে কমিশনার স্যারের রিপোর্ট পজিটিভ আসে।
এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত দেড় শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ১২২ এর অধিক পুলিশ সদস্য।
গোলাম কিবরিয়া ২০১৬ সালের ২৯ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
-এএ